সেমিনারে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফাউন্ডেশন ওম্যান পসিবিলিটিস এবং নন্দিতা সুরক্ষা যৌথভাবে এ সেমিনারের আয়োজনে করেন।
সেমিনারে লিঙ্গভিত্তিক সহিংসতা ও জেন্ডার রোল নিয়ে আলোচনা করেন ব্লাস্টের ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট শীপ্রা গোস্বামী।
আর ঋতুস্রাব স্বাস্থ্য সচেতনতা, স্যানিটারি ন্যাপকিন, মেন্সট্রুয়াল কাপ, ট্যাম্পন ইত্যাদি মাসিক উপকরণ পরিচিতি, ঋতুস্রাবকালীন খাদ্য অভ্যাস, পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা ও ঋতুস্রাব বান্ধব সমাজ গঠনের ইতিবাচক প্রভাব ও করণীয় বিষয় আলোচনা করেন নন্দিতা সুরক্ষার প্রকল্প সমন্বয়কারী তাহিয়াতুল জান্নাত রেমি।
কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইংরেজি প্রভাষক মারুফ হোসাইন। সমাপনী বক্তব্য দেন ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ফসিউল আহসান।
তিনি বলেন, ‘ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস ও নন্দিতা সুরক্ষার এ সেমিনার সালথার কিশোরীদের মাঝে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও ঋতুস্রাব স্বাস্থ্য নিয়ে সচেতনতা জাগ্রত করবে।’