দেশকে ভঙ্গুর অবস্থা থেকে ফিরিয়েছে অন্তর্বর্তী সরকার: সচিব পান্না

জামালপুর
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না
এখন জনপদে
0

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, একটি ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। আজ (শনিবার, ৩ মে) দুপুরে জামালপুরের মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, সাবেক সচিব এ কে এম এহসানুল হক, ড. ফরিদুল ইসলাম, তাজুল ইসলাম ও বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর অনুপম সাহা প্রমুখ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২টি বাস সার্ভিস মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল করবে।

এনএইচ