এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দামও। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। আগে যেখানে ৩৫ থেকে ৪০ টাকায় কেজি বিক্রি হতো; এখন সেটা ৬০ থেকে ৬৫ বা ৭০। বাজারে প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান না থাকায় বাজার পরিস্থিতি এমন বলে জানিয়েছেন ভোক্তারা।
বাজারে নতুন এসেছে ফুলকপি ও কাকরুল। ফুলকপি প্রতি কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে ১০০ টাকা, যা খুচরাতে ১৫০ থেকে ১৬০। কাকরুল পাইকারিতে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭০ টাকা; যা খুচরাতে ১০০ থেকে ১২০। ধনিয়া পাতা আগে যেখানে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হতো, এখন সেটা ১২০ থেকে ১৩০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
এ ছাড়াও জিঙা, কুমড়া, ঢেঁড়স, বরবটি, শসা বিক্রি হচ্ছে পাইকারিতে ৫০ থেকে ৬০; যা খুচরা বাজারে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা ও ভ্যানে সবজি বিক্রেতারা বলছেন, তাদের অনেক ভর্তুকি দিতে হয়, অনেক সময় মালামাল নষ্ট হয়ে যাওয়ায় একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিন পর সবজির দাম আরও বৃদ্ধি পাবে বলে জানান ব্যবসায়ীরা।