চট্টগ্রামে মেয়রের উপস্থিতিতে জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হাতাহাতি, আহত ৩

চট্টগ্রাম
মেয়রের উপস্থিতিতে জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হাতাহাতি
এখন জনপদে
0

চট্টগ্রামে চসিক মেয়রের উপস্থিতিতেই জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। আজ (রোববার, ১১ মে) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সন্তান ও অভিভাবক ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এসময় হাতাহাতি ও হই হট্টগোলে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মেয়র ডা. শাহাদাত হোসেন মঞ্চে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, অনুষ্ঠান উপলক্ষে একটি স্মারক বই বের করা হয়। সেখানে হতাহতদের নাম সঠিকভাবে উল্লেখ করা হয়নি বলে কেউ কেউ অভিযোগ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় বক্তব্যে মেয়র বিষয়টি সংশোধনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এসময় মেয়র বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা শুধু একটি সময়ের প্রতীক নন, তারা গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরন্তন প্রেরণার উৎস। তরুণ প্রজন্মের উচিত তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসা।’

সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

এএইচ