পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুটি গ্রামের আমিনুল ইসলামের পুত্র ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) গত শনিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
আজ সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, পরিবারের আবেদন অনুযায়ী দুই শিশুর মরদেহ সোমবার দুপুর ১২টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।