ছাত্র-জনতার অভ্যুত্থানের বাংলাদেশ নতুন জায়গায় যাবে: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
এখন জনপদে
0

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না, বাংলাদেশ একটি নতুন জায়গায় যাবে। আজ (মঙ্গলবার, ২০ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর সার্কিট হাউজে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত প্রভার্টি ম্যাপ অব বাংলাদেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সবকিছু যেভাবে সাজানো হচ্ছে; তার মধ্যে অনেক ব্যত্যয় ঘটছে। তবে মানুষের মধ্যে এখন যে প্রেরণা জেগেছে, মানুষ এখন আর অন্যায় সহ্য করে না। নির্বাচিত হয়ে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেনো, তারা এটি উপলব্ধি করবে।’

এসময় উপদেষ্টা আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা। বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না, বাংলাদেশ একটি নতুন জায়গায় যাবে।’

সেমিনারে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা, কৃষি, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বেলা সাড়ে ১১টায় বরিশাল অঞ্চলের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বরত ও উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।

সেজু