ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহেও অস্ত্রের আঘাত

ব্রাহ্মণবাড়িয়া
ডাকাতি হওয়া অ্যাম্বুলেন্স
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ২২ মে) মধ্যরাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সে থাকা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

আহতরা জানান, নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী নামে এক বৃদ্ধ ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। নিহতের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরছিলেন স্বজনরা।

পথে রাত ১টার দিকে তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে দেশিয় অস্ত্রসহ ডাকাত দল হামলা করে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা নারীসহ ৯ জনকে মারপিট করে ডাকাতরা। একপর্যায়ে তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও অর্ধলাখের বেশি টাকা লুটে নেয় তারা। এ ছাড়া, ডাকাত দল দেশিয় অস্ত্র দিয়ে মরদেহেও আঘাত করে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, ডাকাতির খবর তারা পেয়েছেন। তবে কী কী লুট করা হয়েছে, তা স্পষ্ট নয়। লুটে নেয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসএস