চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জ
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জে গরীব ও অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। আজ (শনিবার, ২৪ মে) দিনব্যাপী জেলা শহরের আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। এ কার্যক্রমে মেডিসিন, প্রসূতি, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করছেন। চিকিৎসা শেষে সব রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে।

শহরের রেহাইচর আদর্শ পাড়া গ্রামের সুমাইয়া বেগম জানান, গত তিন দিন ধরে ৪ বছরের কন্যা সন্তানের শরীরে জ্বর। কিন্তু সেভাবে ডাক্তার দেখাতে পারেননি। সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনে এসেছেন। এসে চিকিৎসার পাশাপাশি ওষুধও পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন। সেখান থেকে আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে সেনাবাহিনীর চিকিৎসা নিতে এসেছেন আলি-আকরাম।

তিনি বলেন, ‘৬ বছর ধরে একটি চোখ নষ্ট। আরো একটি নষ্ট হতে যাচ্ছে। সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনে এসেছেন। এসে চিকিৎসা শেষে ওষুধ নিয়ে বাড়ি ফিরলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাদিক ওলিদ বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩ জন বিশেষজ্ঞ দিনব্যাপী অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করবেন। চিকিৎসা শেষে যাদের যে ধরণের ওষুধ প্রয়োজন ফ্রি দেওয়া হচ্ছে।’ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভিন্নস্থানে মাইকিং করেছি। তাই দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ২৫০ জন রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এএইচ