ফরিদপুরের ভূমি মেলায় মিলছে মিউটেশন, খতিয়ান ও ম্যাপ

ফরিদপুরে ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা
এখন জনপদে
1

নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এ সব সুযোগ-সুবিধা নিয়ে সারা দেশের মতো ফরিদপুরেও তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ শুরু হয়েছে।

আজ (রোববার, ২৫ মে) বেলা ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। পরে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা।

এএইচ