নারায়ণগঞ্জে তীব্র যানজটে বাড়ছে ভোগান্তি

নারায়ণগঞ্জ
তীব্র যানজটে নারায়ণগঞ্জ
এখন জনপদে
1

রাজধানীর কাছে অবস্থিত জেলা শহর নারায়ণগঞ্জে তীব্র যানজটে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। এই নগরীতে প্রতিদিন নানা পেশার মানুষের যাতায়াত রয়েছে। নগরবাসীসহ বিভিন্ন স্থান থেকে আগত মানুষদের নগরীতে চলাচলের বাধা হয়ে দাঁড়িয়েছে যানজট। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভোগান্তি।

নগরীর নাগরিকসহ দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভোগান্তির কথা উল্লেখ করে নগরবাসীরা বলছেন, নারায়ণগঞ্জ শহর আগে এমন ছিলো না। গত কয়েক বছর ধরে এর চিত্র পাল্টে এমন হয়েছে।

নগরবাসীর দাবি, যানজটের প্রধান কারণ হচ্ছে ইজিবাইক। এ ছাড়া ফুটপাত ও সড়ক জুড়ে অবৈধ দোকানপাট গড়ে উঠায় সেগুলো ব্যবহার করতে পারছেন না পথচারীরা। ফলে তারা বাধ্য হচ্ছেন সড়কের মাঝখান দিয়ে চলাচল করতে।

পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীতে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের ধীরগতির কারণে কিছু সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে ও অভিযোগ করেন তারা। নগরীর বিবি রোড ব্যবহার করেই সব ধরনের যানবাহন চলাচল করছে। এসব কারণে যানজটের তীব্রতা আরো বেড়েছে নগরীরতে।

এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে যানজট নিরসনে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন। বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিচ্ছেন তারা। তবে শুধু তাদের একার পক্ষ থেকে পদক্ষেপ নিলে হবে না, সকলের সম্মলিত সহযোগিতা এবং সাধারণ মানুষদের সচেতন হওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ইএ