হেডলাইট নষ্ট, টর্চের আলোয় ট্রেনের ১০ কিলোমিটার পথ পাড়ি

ব্রাহ্মণবাড়িয়া
পারাবত এক্সপ্রেস
এখন জনপদে
0

চলতিপথে ইঞ্জিনের হেডলাইট নষ্ট হয়ে যাওয়ায় টর্চলাইটের আলোয় প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্টেশনে পৌঁছে ট্রেন। গতকাল (বৃহস্পতিবার, ২৯ মে) রাতে ঢাকাগামী ‘পারাবত এক্সপ্রেস’ ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দপুর থেকে আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত টর্চের আলোয় আসে। পরে নতুন ইঞ্জিন নিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে ট্রেনটি। এতে করে ট্রেনটি দুই ঘণ্টারও বেশি বিলম্বে চলাচল করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস গতকাল রাত ৮টার দিকে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনে আসার পর হেডলাইট নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও ঠিক করা যায়নি। পরে ট্রেনটি হেডলাইট ছাড়াই টর্চলাইটের আলো জ্বালিয়ে এবং হর্ন বাজিয়ে আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আনা হয়। এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের লোকোশেড ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘মুকুন্দপুর স্টেশনে আসলে পারাবত এক্সপ্রেসের হেডলাইট নষ্ট হয়ে যায়। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ (ইঞ্জিন) পাঠানো হলে, ট্রেনটি ঢাকার পথে যাত্রা করে।’

এনএইচ