এসময় জুলাই জাদুঘর প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরে জানান, বীরত্বের গল্প এবং শোকগাঁথা সংরক্ষণে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হচ্ছে, যাতে ৫০ বছর পরও পরবর্তী প্রজন্ম জানতে পারে কী হয়েছিল, তারা যেন বুঝতে পারে কী করা যাবে, কী করা যাবে না।
বিকেল চারটার দিকে পেকুয়ায় শহীদ ওয়াসিমের বাড়িতে পৌঁছান উপদেষ্টা।
এর আগে, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি পেকুয়ার ৫ জন আহত জুলাই যোদ্ধার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহের উদ্দেশে শহীদদের বাড়িতে যাচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা।