গাজীপুরে শ্রমিকের মৃত্যুতে কারখানায় উত্তেজনা, ভাঙচুরের চেষ্টা

গাজীপুরে শ্রমিকের মৃত্যুতে কারখানায় উত্তেজনা
এখন জনপদে
0

গাজীপুরের শ্রীপুরে কারখানার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর জেরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ (মঙ্গলবার, ৩ জুন) সকালে উপজেলার নয়নপুর এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায় শ্রমিকরা।

তাদের অভিযোগ, কারখানা থেকে ছুটি চাওয়ায় জাকির হোসেন নামের এক শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। পরে তিনি কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, জিন্নাত নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা সকাল ৯টার দিকে কারখানার সামনে অবস্থান নেন। তারা কারখানা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালান। তবে এর আগেই গতকাল রাত থেকে সেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন।

উত্তেজিত শ্রমিকেরা প্রতিরোধের মুখে পুলিশের একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) গাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সেজু