জামালপুরে ময়লার স্তূপ থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার

জামালপুর
উদ্ধারকৃত হাড় ও খুলি
এখন জনপদে
1

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারে ময়লার স্তুপ থেকে পাঁচটি মাথার খুলিসহ মানবদেহের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৩ জুন) সকাল ১০ টার দিকে দেওয়ানগঞ্জ বাজারের গোস্ত হাটের পাশে ময়লার স্তুপ থেকে এ হাড়গুলো উদ্ধার করা হয়।

এসময় ৮০টির মত হাড় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁজরের হাড় ৫০টি, ৫টি মাথার খুলি ও ১৪টি বড় হাড়সহ আরো কিছু মানবদেহের ছোটো ছোটো অংশ রয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ব্যাগ থেকে মানবদেহের মাথাসহ কঙ্কাল উদ্ধার করা হয়। হাড়গুলো থানায় আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে হাড়গুলো পাশের চিকাজানী ইউনিয়নের একটি কবরস্থান এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। হাড়গুলোর বয়স এক থেকে দেড় বছরের মত হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান।

এএইচ