মৌলভীবাজারে চাচার দায়ের কোপে দুই ভাতিজী খুন, ভাইয়ের স্ত্রী আহত

মৌলভীবাজার
কমলগঞ্জ ৫০ শয্যা হাসপাতাল
অপরাধ
এখন জনপদে
3

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার দায়ের কোপে দুই ভাতিজী নিহত ও ভাইয়ের স্ত্রী মারাত্মক আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৩ জুন) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে কমলগঞ্জের ইসলামপুরের কাঠালকান্দি গ্রামে চাচা মাসুক আলীর সাথে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে ভাতিজী নাসরিন, মাছুমা ও ভাইয়ের স্ত্রী হাজেরা বেগমকে এলোপাতাড়ি কোপ দেন মাসুক আলী। এসময় মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে তিনজন।

লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। পরে মারাত্মক আহত হাজেরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। নিহত শারমিন ও মাছুমা কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জাফর মো. মকহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ