রাজশাহীতে নতুন করে জেগেছে ‘করোনা ভীতি’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
এখন জনপদে
0

রাজশাহীতে নতুন করে জেগেছে ‘করোনা ভীতি’। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব টেস্টে একদিনে ৯ জন করোনা ‘পজিটিভ’ হওয়ার পরেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় হাসপাতালে আসা জ্বর-সর্দি-কাশি নিয়ে চিকিৎসা নিতে আসাদের দেয়া হচ্ছে করোনা পরীক্ষার পরামর্শ।

হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস জানান, এ নিয়ে যাবতীয় প্রস্তুতি আছে তাদের। মূলত জ্বর-সর্দির জন্য গেল সোমবার রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের পজিটিভ হয়।

তিনি আরো জানান, গেল সপ্তাহে করোনা পজিটিভ হয় আরো দু’জন। এই ১১ জনের ৯ জনই চিকিৎসক।

এতে করোনা ভাইরাস নিয়ে নতুন করে ভীতির সঞ্চার হয়েছে রাজশাহীতে। তবে চিকিৎসকরা ব্যক্তি সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। ভাইরাস মোকাবিলায় অন্য সময়ের থেকে হাসপাতালের সক্ষমতাও বেড়েছে বলছেন চিকিৎসকরা।

এনএইচ