১৩ মাস পর বান্দরবানের রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবান
বান্দরবানের দুটি পর্যটন এলাকা
এখন জনপদে
3

দীর্ঘ ১৩ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের জন্য সীমিত আকারে শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত ও সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনানিবাসের পত্রের আলোকে ৬ জুন হতে রুমা উপজেলার বগালেক পর্যন্ত এবং থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।

এসময় বিজ্ঞপ্তিতে ৩টি শর্ত আরোপ করা হয়। সেগুলো হলো- সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপর্যুক্ত স্থান ব্যতীত রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় গমনাগমন নিষিদ্ধ থাকবে; জেলা উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না এবং পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

রুমা ও থানচি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় সীমিত আকারে রুমা উপজেলার বগালেক পর্যন্ত ও থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যন্ত ভ্রমণ করতে পারবে স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকরা। তবে এসময় তিনটি শর্ত পালন করতে হবে পর্যটকদের। এছাড়া জেলার অন্য সকল উপজেলায় স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১ ও ২ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা ও থানচি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।

দীর্ঘদিন নিষেধাজ্ঞার কারণে পর্যটক শূন্য হয়ে পড়ে রুমা ও থানচি উপজেলা। পর্যটক না আসায় থমকে যায় এ দুই উপজেলার পর্যটন শিল্প। কর্মহীন হয়ে পড়ে হোটেল মোটেলের কর্মচারী পরিবহন শ্রমিক টুরিস্ট গাইড বোট চালক সহ পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েকশ শ্রমিক।

এএইচ