সন্ধ্যার আগে বর্জ্য অপসারণে কাজ করছে সিলেট সিটি করপোরেশন

কোরবানির বর্জ্য অপসারণ
এখন জনপদে
0

সন্ধ্যার আগে নগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। আজ (শনিবার, ৭ জুন) জেলায় সকালের ঈদের জামাতের পর পশু কোরবানি ‍শুরু হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা শাখার পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের বিপর্যয় বা অতি বৃষ্টি না হলে, সন্ধ্যার আরো আগেই বর্জ্য অপসারণ সম্ভব হবে।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বর্জ্য অপসারণের জন্য করপোরেশনের নিজস্ব ৬৫টি সহ আরো ৫৫টি ট্রাক ভাড়া করা হয়েছে। সর্বমোট ১২০টি ট্রাক দিয়ে কোরবানির বর্জ্য ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে বলে জানায় সিসিক কর্তৃপক্ষ।

এছাড়া বর্জ্য অপসারণের লক্ষ্যে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তারা।

এবছর মহানগরীর ৪২টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মচারীদের পাশাপাশি অতিরিক্ত ৭০০ কর্মী সহ সর্বমোট দেড় হাজারকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

যারা ভোর থেকেই কোরবানির পশুর হাটসহ, কোরবানি পরবর্তী পশুর রক্তসহ যাবতীয় বর্জ্য অপসারণের লক্ষে কাজ করে যাচ্ছেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করার লক্ষ্যে ব্লিচিং পাউডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী, দা-কোদাল ধরনের যন্ত্রপাতি এবং পানিবাহী বিশেষ ধরনের গাড়ি ব্যবহার করতেও দেখা যায়।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সার্বক্ষণিকভাবে ৪ দিন এটি খোলা রাখার কথাও জানান সিসিক কর্তৃপক্ষ।

এএইচ