চামড়া শিল্প রক্ষার্থে দেশের ইতিহাসে কেউ অন্তর্বর্তী সরকারের মত কাজ করেনি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
এখন জনপদে
1

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যত কর্মকাণ্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার তা করেনি। আজ (সোমবার, ৯ জুন) দুপুরে যশোরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যত কর্মকাণ্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার তা করেনি। চামড়ার মূল্য সঠিক ও বৃদ্ধি করার লক্ষে সাড়ে সাত লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। লবণ দিয়ে সরকার চামড়ার মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে কাজ করেছে।’

উপদেষ্টা বলেন, ‘অনেক মাদরাসা আছে, লবণ ছাড়া চামড়া দিয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না। অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সম্পর্কে ধারণা না থাকাতে নষ্ট করেছে, ফলে তারা কাঙ্ক্ষিত দাম পায়নি।’

শেখ বশিরউদ্দীন বলেন, 'ব্যবসায়ীরা যদি মনে করে ট্যানারি মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্য পাচ্ছেন না তাহলে তারা সরাসরি রপ্তানি করে দিক। সরকার তিন মাসের জন্য রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষে যেতে পারবো।’

চামড়ার হাট পরিদর্শন শেষে যশোর সদরের বারিনগরে ইউএসডিএ অর্থায়নে স্থাপিত সবজির হিমাগার পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেজু