এসময় রাকিব স্টোরের মালিক শরিফ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, সেইসঙ্গে জব্দকৃত নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা সদর বাজারের দুটি দোকানে অভিযান চালানো হয়। এসময় রাকিব স্টোরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৫২০ শলাকা নকল সিগারেট ও ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়াও দোকানের মালিক শরিফ উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’