নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে মতবিনিময় সভা

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা
এখন জনপদে
0

জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পুনর্বাসনে মতবিনিময় সভা করেছে নাটোর জেলা প্রশাসন। আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানরা।

এসময় জেলা প্রশাসক বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত পরিবার এবং আহতদের পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরইমধ্যে শহীদ পরিবার এবং বিভিন্ন ক্যাটাগরির আহতদের মধ্যে প্রায় ২কোটি টাকার অনুদান বিতরণ করা হয়েছে। আগামীতে নারীদের সেলাই প্রশিক্ষণ, যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনে ব্যবস্থা করা হবে।

সেজু