অফিসে নিয়মিত দেরি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপাল অফিস
এখন জনপদে
0

নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত ১৮ জুন এই শোকজ নোটিশ জারি করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (১৯ জুন)। আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে পৌরসভায় নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তাসহ ৮ জন কর্মকর্তা এবং প্রায় ৭০ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন রয়েছেন চুক্তিভিত্তিক নিয়োজিত। কিন্তু তারা নিয়মিত দেরিতে অফিসে আসছেন বলে অভিযোগ ওঠে, যার ফলে সেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়।

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘পৌর বিধিমালা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও আমি অফিসে গিয়ে কাউকে সময়মতো পাইনি। তাই সবাইকে শোকজ করেছি। কেউ সন্তোষজনক জবাব না দিলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এনএইচ