ঘটনাটি ঘটেছে আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) বড়াইগ্রামের বনপাড়া কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায়। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে কক্ষে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। যদিও সরকারি বিধিমতে, পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগ থেকে কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।
তবে অভিযুক্ত রাকিব সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, সকাল ৯টা ৪০ মিনিটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে, কেন্দ্রে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তদন্তে জানা যায়, একজন পরীক্ষার্থীকে আসন দেখাতে গিয়ে রাকিব সরদার কক্ষে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় কেন্দ্র সচিব ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন এবং রাকিব সরদারকে আটকের প্রক্রিয়া চলছে।