ফরিদপুরে হকার উচ্ছেদ ও যানজট নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের স্মারকলিপি

ফরিদপুরে ব্যবসায়ীদের মানববন্ধন
এখন জনপদে
0

ফরিদপুর নিউমার্কেট ও চকবাজার এলাকায় অবৈধ দোকান (হকার) উচ্ছেদ ও যানজট নিরসনের দাবিতে অর্ধ বেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ীরা। আজ (সোমবার, ৩০ জুন) সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের নিউমার্কেট ও চকবাজারের সকল দোকানপাট বন্ধ রাখা হয়।

পরে ব্যবসারা জেলা প্রশাসক পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফরিদপুর সরকারি তিতুমীর বাজার জেলার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। এ বাজারে নিয়মিত হাজার হাজার ক্রেতা-সাধারণ যাতায়াত করে থাকেন। শহরের বেইলি ব্রিজ থেকে জনতা ব্যাংকের মোড় হয়ে নিউ মার্কেটের ২নং গেট ফলপট্টি থানা রোডসহ পুরো জায়গায় অবৈধভাবে ফুটপাতে দোকান বসানো হয়েছে।

এর কারণে যানজট তৈরি হচ্ছে এবং মার্কেটের ব্যবসায়ীরা তাদের পণ্য ভেতরে নিয়ে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও ফুটপাত দখল হওয়ায় সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মহিলাদের যাতায়াত ও প্রবেশকালে টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিস, অলংকার চুরি, ছিনতাই ও ইভ টিজিংয়ের মত ঘটনা ঘটছে।

প্রতিনিয়ত ও দিন দিন অবৈধভাবে ফুটপাতে দোকানের সংখ্যা বেড়েই চলছে। জনসাধারণ ও ক্রেতাসাধারণের চলাচলের রাস্তা সম্পূর্ণভাবে আটকে রেখেছে। যার ফলে জনসাধারণ ও ক্রেতাসাধারণ চরম ভোগান্তির মধ্যে পরেছে এবং আমরা মার্কেটের সাধারণ ব্যবসায়ীগণ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছি।

ব্যবসায়ীরা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ দোকান, যানজট নিরসন ও ফুটপাত উচ্ছেদ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সেখানে বক্তব্য রাখেন, এনামুল করিম, আবুল কালাম আজাদ বাচ্ছা, মিজানুর রহমান প্রমুখ।

এএইচ