কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যা, ছাত্রদল নেতাসহ আটক ৩

আটক তিনজন
এখন জনপদে
0

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে জাসদ কর্মী জমির উদ্দিনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ০১ জুলাই) ভোররাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে অনিক খান (২৪), মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) এবং নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। এর মধ্যে অনিক খান আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

এর আগে সোমবার (৩০ জুন) দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকায় পূর্বশত্রুতার জের ধরে অনিকসহ কয়েকজন প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, প্রায় দেড় বছর আগে স্থানীয় এক চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিলেন জমির উদ্দিন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, আমবাড়িয়া গ্রাম থেকে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এনএইচ