ফরিদপুরে ভেজাল শিশু খাদ্য কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান
অপরাধ
এখন জনপদে
0

যৌথ বাহিনীর অভিযানে ফরিদপুরের কানাইপুরে ভেজাল শিশু খাদ্য তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যার পরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ আর ই ব্যাটালিয়নের সেনা সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, জেলা সদরের কানাইপুর ইউনিয়নে সেফ ফুড প্রডাক্টস কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

সেখানে ভেজাল খাদ্য চানাচুর, রিং চিপস, ভুমরা, কুর-মুড়ি, ঝালমুড়ি, অরেঞ্জ জুস, সিপ সিপ পাওয়া যায়। যা এ ফ্যাক্টরিতে উৎপাদন করা হয়।

তিনি বলেন, ফ্যাক্টরির মালিক শফিকুল ইসলাম (৪৬) এর কাছে ফ্যাক্টরি পরিচালনা করার প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলে কারখানার আয়কর পরিশোধযোগ্য কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে ভেজাল খাদ্য উৎপাদন করার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এএইচ