বান্দরবানে জোরপূর্বক টোল আদায়, যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

বান্দরবান
স্থানীয়দের মানববন্ধন
এখন জনপদে
0

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে বাজার ফান্ডের ইজারাদার কর্তৃক টোল ট্যাক্স আদায়ের নামে রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন মালামাল পরিবহনকারী যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীর বিরুদ্ধে। এ নিয়ে আজ (সোমবার, ৭ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাঘমারা এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তাদের মধ্যে একজন বলেন, ‘আমরা স্থানীয়দের বিগত ২৫-৩০ বছর পর্যন্ত মালামাল বান্দরবানে আনতে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় নাই। সম্প্রীতি টোল ট্যাক্স এর নামে বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও তার সঙ্গীরা জোরপূর্বক ট্যাক্স আদায়ের নামে প্রতিটি গাড়ি থেকে চাঁদা আদায় করে আসছে।’

অন্য বক্তা বলেন, ‘যদি জেলা পরিষদ থেকে বাজার ইজারা দেয়া হয় তাহলে বাজারে বিক্রি করা মালামাল থেকে ট্যাক্স উত্তোলন করবে, কিন্তু তা না করে বাজারের উপর দিয়ে মালামাল বহনকারী গাড়ি থেকে (যা বাজারে বিক্রি বা নামানো হয় না) এমনকি ছোট পরিবহন থেকেও বেপরোয়া ও অতিরিক্ত হারে টোল আদায়ের নামে দলীয় লোকজন নিয়ে চাঁদাবাজির মত জোরপূর্বক টোল ট্যাক্স আদায় করে আসিতেছে। যা সম্পূর্ণভাবে অনৈতিক, আইনবিরোধী ও খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের চাঁদাবাজি বন্ধ না হলে এলাকার সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় জনগণ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই দ্রুত এ ধরনের চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান বক্তারা।’

পরে মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বাঘমারা এলাকার ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দাসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এসএস