শেরপুরে নিখোঁজের দুই দিন পর সিএনজিচালকের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীর ভোগাই নদীর পাড়ে মানুষের ভিড়
এখন জনপদে
1

নিখোঁজের দুইদিন পর শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে হুমায়ুন মিয়া (৩৫) নামের এক সিএনজিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৪ জুলাই) সন্ধ্যা ৬ টায় নালিতাবাড়ী পৌরশহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিএনজিচালক হুমায়ুন পার্শ্ববর্তী নকলা উপজেলার দুকুরিয়া গড়েরগাঁও গ্রামের ফুল মাহমুদের ছেলে।

এর আগে দুপুরে ওই নদীর আড়াইআনী বাজার ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার ব্যবহৃত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সিএনজিচালক হুমায়ুন তার গাড়িটি নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেন নি। সর্বশেষ গত রোববার দুপুরে তার স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে আজ সোমবার দুপুরে ভোগাই নদীর আড়াই আনী বাজারের ঘাটে একটি সিএনজি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সিএনজির কোনো মালিক বা চালকের সন্ধান না পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে সিএনজিটি উদ্ধার করে নিয়ে যায়।

পরে সন্ধ্যা ৬ টায় নালিতাবাড়ী পৌরশহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে ভাসমান অবস্থায় সিএনজিচালক হুমায়ুনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধারের পর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ