ফরিদপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
এখন জনপদে
1

প্রান্তিক মানুষের দোরগোড়ায় ১৩টি সেবা পৌঁছে দিতে ফরিদপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ১৪ জুলাই) দুপুরে শহরের ঝিলটুলিতে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল।

মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সেবা কেন্দ্র পর্যায়ক্রমে জেলা সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ২৭টি কেন্দ্র চালু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলায় ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে।

তিনি আরও জানান, ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। এখান থেকে জেলার ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা পাওয়া যাবে।

এএইচ