খুলনার বয়রায় সন্দেহজনকভাবে পাঁচজনের মৃত্যু

প্রতীকী ছবি
এখন জনপদে
0

খুলনার বয়রা এলাকায় সন্দেহজনকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৯ জুলাই) বিকেলে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ হিসেবে অজ্ঞাত বিষক্রিয়ার কথা উল্লেখ রয়েছে।

তবে পুলিশের ধারণা বিষাক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আবদুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠ সংলগ্ন আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)।

সূত্রে জানা যায়, যারা মারা গেছেন, তারা হাতে বানানো মদ খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হাতে বানানো মদে উপাদান হিসেবে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ‘এলকোলি’ নামে একটি মেডিসিন থাকে। এর সঙ্গে যুক্ত করা হয় চুনের পানি ও ঘুমের ট্যাবলেট।

এএইচ