যশোরে পুরনো বাস-ট্রাক চলাচল বন্ধে বিআরটিএর বিশেষ অভিযান

বিআরটিএর বিশেষ অভিযান
এখন জনপদে
0

সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর সার্কেল এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। আজ (রোববার, ২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান এ অভিযানে ২০ বছরের অধিক পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো ট্রাক-কাভার্ডভ্যানসহ অন্যান্য মোটরযান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যশোর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং মালিক ও শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হচ্ছে। বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এস.এম. ওয়াজেদ হোসেন জানান, প্রথম দিনের অভিযানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ ১০টি বাস-ট্রাক বন্ধ করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান নাইম, বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এস.এম. ওয়াজেদ হোসেন, মোটরযান পরিদর্শক তারিক হাসান ও অনিমেষ মন্ডল। এ অভিযানের ফলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এএইচ