শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

ময়মনসিংহে বিক্ষোভ
এখন জনপদে
0

ময়মনসিংহে মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের নিহতের পূর্ণ তালিকা প্রকাশ করা নিয়ে টাল বাহানা বন্ধ করাসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

গতকাল (সোমবার, ২১ জুলাই) মধ্যরাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা করায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করে শিক্ষার্থীরা। ময়মনসিংহের গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে তারা।

পরে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউনহল জুলাই চত্বরে এসে আবারও বিক্ষোভ করে তারা।

এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, যেখানে সারাদেশ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেখানে সকল পরীক্ষার্থীরা রাত ৩টার সময় পরীক্ষার স্থগিতের ঘোষণা পায়। এছাড়া মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণ তালিকা নিয়েও চলছে নানান টালবাহানা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবিসহ তার মানবিকতার মৃত্যু হওয়ায় তার গায়েবানা জানাজায় অংশ নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসএস