বান্দরবানে বন্দুক নিয়ে মজা করতে গিয়ে গুলিতে পর্যটক নিহত

বান্দরবান
প্রতীকী ছবি
এখন জনপদে
0

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ে বেড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে শিকারি বন্দুক নিয়ে মজা করতে গিয়ে গুলিতে এক পর্যটক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২১ জুলাই) সকালে আলীকদ‌ম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই পর্যটকের নাম মোহাম্মদ তোহা বিন আমিন (২২)।

তোহা ঢাকার ডেমরা থানার সাইনবোর্ড এলাকার মো. আলামিনের ছেলে। এ ঘটনায় আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে তোহার মা বাদী হয়ে আলীকদম থানায় তোহার বন্ধু নাবিলকে আসামি করে হত্যা মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার।

পুলিশ জানায়, তোহা ও তার কয়েকজন বন্ধু ঢাকা থেকে আলীকদমের দুর্গম কুরুকপাতা এলাকায় বেড়াতে এসেছিলেন। সোমবার সকালে পাশের চাইল্লাতলী পাড়ায় স্থানীয় এক বাসিন্দার শিকারি বন্দুক নিয়ে বন্ধুরা মিলে মজা করছিলেন।

একপর্যায়ে শিকারি ওই বন্দুক দিয়ে মানুষ মারা যায় কিনা এটি দেখার জন্য গুলি করলে তোহার বুকে গুলি লাগে, এসময় তোহা ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, ‘শিকারি বন্দুক নিয়ে বন্ধুরা মজা করতে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এএইচ