আজ বাদ আছর শহরের টাউন দেওয়ানী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি যথাক্রমে আলা উদদীন শাহ, আজিজ আহমদ কিবরিয়া, মাওলানা হারুনুর রশীদ, পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের আমির মো. ফখরুল ইসলামসহ জামায়াত, ছাত্রশিবির ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও আগত মুসল্লিগণ।
দোয়া পূর্ব আলোচনায় জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আল্লাহ আমাদের এরকম মর্মান্তিক মৃত্যু থেকে হেফাজত করুন। নিহত যারা হয়েছেন তাদের পরিবার স্বজনদের ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।’
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকিল উদ্দিন।