নিরাপত্তা নিশ্চিত করতে নাটোর শহরে বসানো হয়েছে সিসি ক্যামেরা

নাটোর শহরে বসানো সিসি ক্যামেরা
এখন জনপদে
0

পৌরসভার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো পুরো নাটোর শহরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এটি অপরাধ প্রবণতা কমার পাশাপাশি শহরের যানজট নিরসনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। প্রাথমিকভাবে শহরের গুরুত্বপূর্ণ ২২টি পয়েন্টে ৩২টি ক্যামেরা বসানো হলেও আগামী দিনে এর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা পৌর কর্তৃপক্ষের।

দেড়শ' বছরের ঐতিহ্যবাহী নাটোর পৌরসভায় বাস করে প্রায় ১ লাখ বাসিন্দা। কিন্তু এতো দিনও পৌরবাসীদের নিরাপত্তার জন্য ছিলো না প্রযুক্তির কোন ব্যবস্থা। অপরাধ সংঘটিত হলে দোষীদের শনাক্ত করাও ছিলো প্রশাসনের জন্য দুরূহ ব্যাপার।

তবে এই প্রথম শহরজুড়ে স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। শহরের হরিশপুর বাস টার্মিনাল থেকে স্টেশন বাজার, মাদ্রাসা মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় সহ ২২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ৩২টি ক্যামেরা। অপরাধী সনাক্তে অত্যাধুনিক এসব ক্যামেরায় ঝকঝকে ছবি, সাউন্ড রেকর্ড এবং রাতের বেলায় রয়েছে রঙিন ভিডিও ধারণের সুবিধা রয়েছে।

স্থানীয়রা জানান, চুরি, ছিনতাই অনেকাংশেই কমে যাবে এবং প্রশাসন অনেক তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে আমার ধারণা করছি।

নিরাপদ ও নান্দনিক শহর গড়ে তোলার অংশ হিসেবে ১৫ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভাটি সিসি ক্যামেরার আওতায় আসায় খুশি নাগরিকরা। সেই সাথে দ্রুত অপরাধী শনাক্তের পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কমে আসার প্রত্যাশা নাগরিকদের।

স্থানীয় বাসিন্দারা জানান, বাস স্ট্যান্ড, রেলস্টেশন এগুলো অপরাধপ্রবণ এলাকা। শহরের নিরাপত্তা জোরদার করার জন্য সিসিটিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিং করছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌরসভাসহ ১০টি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া যানজট নিরসনেও এসব সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল হক বলেন, ‘কেউ যদি তার এলাকার সাথে আমাদের ক্যামেরা যোগ করতে চায় তাহলে সে করতে পারবে কিন্তু সেক্ষেত্র শর্ত হলো আমাদের যে মানের ক্যামেরা তাকেও সে মানের ক্যামেরা দিতে হবে।’

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ করা ও অপরাধ কমানোর কাজটা আরও সহজ হবে। পাশাপাশি আমাদের ট্রাফিকের যে বিষয়টা, মনিটরিং এর ক্ষেত্রে আরও সহজ হবে।’

শুধু গুরুত্বপূর্ণ সড়কেই নয়, ভবিষ্যতে পুরো শহরই সিসি ক্যামেরার আওতায় আনার দাবি পৌরবাসীদের।

ইএ