আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেল ৩ টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকঢাল গ্রামের মিয়ার খালে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ওই বাল্কহেটের আরেক শ্রমিক জাহিদুল গাজী জানান, তারা দেওপাশা বাজারের বালু ফেলে যাওয়ার পথে ব্রিজের কাছে গিয়ে অতিজোয়ারের চাপে বাল্কহেটটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঝুলন্ত ভীমের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাকিবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বাউফল থানার ওসি (তদন্ত) আকিুল ইসলাম ঘনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে বাউফল থানার পুলিশ ও কালাইয়া নৌঁফাড়িরর পুলিশ অবস্থা করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’