নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত মোমিন মিয়ার ছেলে। তিনি কালিকচ্ছ বাজারে মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতে কালিকচ্ছ বাজার থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে বাড়ির সামনের সড়কে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।