আজ (রোববার, ৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।
নির্বাচন কমিশন সম্প্রতি বিজয়নগরের চান্দুরা, হরষপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) থেকে পৃথক করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সংযুক্ত করে। এর প্রতিবাদে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন স্থানীয়রা।
বিক্ষোভ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। উপজেলা প্রশাসনের আশ্বাসে বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম নেতা আফজাল হোসেন, বিএনপি নেতা সাইদ খন্দকার ও জামায়াত নেতা শিহাব হোসেন প্রমুখ।
তারা বলেন, আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বিজয়নগরবাসীর সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। দ্রুত সিদ্ধান্ত বাতিল করে বিজয়নগরের সব ইউনিয়নকে আগের আসনের সীমানায় ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। অন্যথায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।