গাজীপুরে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যতিক্রমী কর্মশালা

মেন্টাল হেলথ ফর টিনস প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীরা
এখন জনপদে
0

শিশু-কিশোরদের হতাশা, মানসিক চাপ ও আত্মবিশ্বাসের ঘাটতির মতো ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলায় গাজীপুরে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ‘মেন্টাল হেলথ ফর টিনস’। রাজেন্দ্রপুর সেনানিবাসের ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে যৌথভাবে এর আয়োজন করেন লাল সবুজ সোসাইটি ও ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিজ। যেখানে অংশ নেন শিক্ষক, অভিভাবক আর শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন শনিবার (২ আগস্ট) শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। যাতে অংশ নেন ৩১ জন শিক্ষক।

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় কিভাবে সহানুভূতিশীল আচরণ করতে হয়, সে বিষয়ে হাতে-কলমে ধারণা পান তারা। আর আজ (রোববার, ৩ আগস্ট) দ্বিতীয় দিনে ৫০ জনের বেশি অভিভাবক অংশ নিয়ে শিখেছেন আবেগ নিয়ন্ত্রণ ও সন্তানের সঙ্গে ইতিবাচক যোগাযোগ তৈরির নানা কৌশল।

সবচেয়ে প্রাণবন্ত ছিল কিশোর-কিশোরীদের মূল সেশন। যেখানে অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী। আলোচনা হয় আত্মমর্যাদা, আত্মবিশ্বাস আর মানসিক স্থিতিশীলতা নিয়ে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ভিন্নধর্মী এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সাইকোথেরাপিস্ট মাহমুদা মোহসিনা বুশরা।

মাহমুদা মোহসিনা বুশরা বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে টিনএজারদের ভেতরের ভয়, উদ্বেগগুলো তুলে এনে, সেগুলোর সমাধানে ওদের পাশে দাঁড়ানো।’

লাল সবুজ সোসাইটির মেন্টাল হেলথ ফোকাল আসিফ ইকবাল জুবায়ের বলেন, ‘এ উদ্যোগের মূল লক্ষ্য শিশু-কিশোরদের আত্মমর্যাদা, মানসিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ ভাবনায় আত্মবিশ্বাসী করে তোলা। যাতে তারা সাম্প্রতিক সামাজিক বা ব্যক্তিগত ট্রাজেডির ধাক্কা সামলে উঠে সামনে এগিয়ে যেতে পারে।’

আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তুলতেই তাদের এই প্রচেষ্টা বলে জানান আয়োজকরা।

এএইচ