নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠার পায়তারা হচ্ছে: ড. ফখরুদ্দিন মানিক

বক্তব্য রাখছেন ফেনী-০৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফখরুদ্দিন মানিক
রাজনীতি
এখন জনপদে
0

ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-০৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফখরুদ্দিন মানিক বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠার পায়তারা করা হচ্ছে। ৪ আগস্ট মহিপাল গণহত্যা দিবস স্মরণে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একটি বছর পার হয়ে গেলেও এখনো শহিদ পরিবারগুলো পায়নি ন্যায্য বিচার। দেশ থেকে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠার পায়তারা করা হচ্ছে।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা জামায়াতের আমির মুফতী হান্নান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, জয়েন্ট সেক্রেটারি মু. ইলিয়াস, জেলা শিবির সভাপতি আবু হানিফ, শহর শিবির সভাপতি ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, ‘সেদিন মহিপালে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল। নিরীহ ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিল। খুনি ,আওয়ামী লীগের সন্ত্রাসীরা হঠাৎ অতর্কিত হামলা করে কেড়ে নেয় নিরীহ ৮টি তাজা প্রাণ। সে নারকীয় হত্যাকাণ্ডের বছর পার হলেও বিচার এখনো শুরু না হওয়া জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জা ও হতাশার।’

এএইচ