জুলাই গণঅভ্যুত্থান দিবস: মৌলভীবাজারে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজার
শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা
এখন জনপদে
0

যথাযেগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দয়ে মৌলভীবাজারে ৩৬ জুলাই পালিত হচ্ছে। আজ (মঙ্গলবার, ৫ জুলাই) সকাল ৯টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিতব্য শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে জেলা প্রশাসক মো. ঈসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শামসুল ইসলাম।

আরও পড়ুন:

পরে শহিদ বেদিতে ফুল দিতে মানুষের ঢল নামে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে রয়েছে বিজয়ের কনসার্টসহ নানা আয়োজন। এছাড়াও বিভিন্ন মসজিদ ও মন্দিরে নিহতদের স্মরণে মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:

জেলা প্রশাসক মো. ঈসরাইল হোসেন বলেন, ‘৩৬ জুলাইকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সেজু