পাইকগাছায় দুই হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছেন চক্ষু রোগীরা
স্বাস্থ্য
এখন জনপদে
1

খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ক্যাম্পে দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।

বাসস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ক্যাম্পে সহযোগিতা করে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১২ সদস্যের মেডিকেল টিম।

সাইটসেভার্সের আর্থিক সহায়তায় ছানি রোগীদের প্রাথমিক চিকিৎসা ও নির্বাচন করা হয়। পাঁচ শতাধিক ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে, যাদের দেওয়া হবে কালো চশমা ও এক মাসের ওষুধ।

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে পাইকগাছা, কয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষ ছিলেন। ক্যাম্পে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

প্রধান অতিথি ছিলেন আনোয়ার আলদীন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, সাংবাদিক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এএইচ