এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়।
আরও পড়ুন:
এসময় তারা দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, বান্দরবান প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দাশ গুপ্তসহ বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।