আশুগঞ্জ সার কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কারখানার শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
এ সময় বক্তারা বলেন, একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো। শুধু টোনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাই বেতন-ভাতা নেন জাতীয় পে স্কেলে। এটি একটি বৈষম্য।
তারা বলেন, যাদের পরিশ্রমে কারখানা সচল থাকে, তাদের সঙ্গে এ বৈষম্য মানা যায় না। দাই মজুরি স্কেল বিলুপ্ত করে জাতীয় পে স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।
এছাড়া বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া পুনরায় চালুর দাবি জানান তারা।
পরে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করে ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প উপদেষ্টার কাছে নিজেদের দাবি নিয়ে স্মারকলিপি দেন শ্রমিক-কর্মচারীরা।