সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শেখ শহিদুল ইসলাম ও মো. এমদাদুল হক, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি শামসুল আরেফীন, সাংবাদিক ইউনিয়ন সরাইল শাখার সভাপতি আবেদুর রহমান শাহীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আহাদ প্রমুখ।
মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাদ।
এ সময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকতা পেশা সংবিধানের এক অবিচ্ছেদ্য অংশ যা এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। রাষ্ট্রের উদাসীনতায় সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেয়া।’ বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যা এবং নির্যাতনের ঘটনার বিচারের দাবি জানান বক্তারা।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।