ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‌্যালি
এখন জনপদে
0

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো ময়মনসিংহেও পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। আজ (রোববার, ১৮ আগস্ট) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

এরপর এক বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেড় হয়ে জেলা পরিষদে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ছাড়াও, জেলা প্রশাসক, বিভাগীয় মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মৎস্য চাষি,সামাজিক রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

আলোচনায় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে উন্মুক্ত মতামত তুলে ধরেন চাষীরা। এছাড়া খালবিল থেকে প্রতিনিয়ত কমে আসছে দেশি প্রজাতির মাছ, দেশীয় বিলুপ্ত মাছের প্রজাতি বৃদ্ধির লক্ষ্যে জলাশয়গুলো সংরক্ষিত রাখতে হবে। এছাড়া চাষের মাছে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহার, অনিয়ন্ত্রিত কেমিক্যাল ব্যাবহার থেকে মাছকে মুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরকে আরো গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া চাষি থেকে মৎস্য কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নেরও পরামর্শ দেন বক্তারা। জানা যায় ময়মনসিংহ বিভাগে বছরে মাছের উৎপাদন ৫ দশমিক ১৯ লাখ টন। ক্ষতিকর কেমিক্যাল যেন বাজারে অবাধে বিক্রি না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ বক্তাদের।

এএইচ