এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাদশা আলম, খন্দকার মামুন আল মামুন, মাহবুব হোসেন এবং মোখলেসুর রহমান রনি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলোয়াড় তৈরির জন্য স্কুল পর্য়ায়ে দাবা টুর্নামেন্ট এবং দেশব্যাপী খেলোায়ারদের নিয়ে টুর্নামেন্ট করার ইচ্ছা রয়েছে জেলা ক্রীড়া সংস্থার। এতে করে নতুন নতুন খেলোয়ার তৈরি হওয়ার সুযোগ পাবেন।
দিনব্যাপী এ দাবা চ্যাপিয়নশিপে জেলার সাতটি উপজেলার ৪৮জন খেলোয়ার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খেলোয়াড়রা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে।