খুলনায় যুবদল নেতা হত্যা: স্ত্রী ও শ্যালকের দায় স্বীকার

নিহত যুবদল নেতা এস এম শামীম
এখন জনপদে
0

খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে যুবদল নেতা এস এম শামীমকে হত্যার দায় স্বীকার করেছেন তার স্ত্রী ও শ্যালক। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, শামীম হত্যার ঘটনার পর নিহতের মায়ের করা মামলার ভিত্তিতে ২৪ আগস্ট অভিযান চালিয়ে শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও মামাতো ভাই মো. ওবায়দুল্লাহ হাওলাদারকে আটক করা হয়। পরে তারা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরেই যুবদল নেতা শামীমকে হত্যা করা হয়েছে। নিহত এস এম শামীম সাতক্ষীরার তালা থানাধীন সাত নম্বর ইসলামকাটি ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এএইচ