বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও কাজ শুরু হয়নি। খানাখন্দ এবং সংকীর্ণতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ। তারা দাবি করেন, দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হোক।
আরও পড়ুন:
মহাসড়কের দেবপুর এলাকায় উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং বুড়িচং থা নার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন, পরে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেন।
নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তবে সংস্কারের কাজ দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে।