খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা

খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
এখন জনপদে
1

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনার জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছেন দলটির নেতাকর্মীরা। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ফেরিঘাট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

পরে ডাক বাংলার মোড়ের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসলে ভাঙচুর চালায় দলটির নেতাকর্মীরা। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের প্রধান গেট, সাইনবোর্ড ও ভেতরের আসবাবপত্র সবকিছুই ভেঙে ফেলা হয়।

বিক্ষোভ চলাকালে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা জানান, প্রশাসন এবং জাতীয় পার্টি এক হয়ে একটি দলের প্রধানের ওপর হামলা চালিয়েছে।

আরও পড়ুন:

এছাড়াও সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। ভাঙচুর শেষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফেরিঘাট মোড়ে অবস্থান নেয়।

ভাঙচুরের বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন পুলিশ সদস্যরা। পরিদর্শন করেন ভাঙচুর হওয়া জাতীয় পার্টির কার্যালয়।

এর আগে, গত ৩০ আগস্ট একই দাবিতে খুলনার জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছিল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এসএস